ঘটনাটি ১৮৯৭ সালের। যখন একটি ফোর্টের দখল নিতে আক্রমণ করে বসে ১০ হাজার পাঠান সেনা। তাদের ঠেকাতে তখন লড়েছিলেন মাত্র ২১ শিখ জওয়ান। এই বীরগাথাকেই বড়পর্দায় নিয়ে আসছে বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত ছবি ‘কেশরী’। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। অনুরাগ সিং পরিচালিত এ ছবির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে। ছবিতে অক্ষয় কুমার-কে ২১ জন শিখ যোদ্ধার দলপতির ভূমিকায় দেখা যাবে।
ব্রিটিশ ভারতে আফগানিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সারগঢ়ি ফোর্টেরই দখল নিতে আক্রমণ করেছিল পাঠান সেনারা। তাদের সঙ্গে লড়াইয়ে পিছপা হয়নি শিখ জওয়ানরা। মাত্র ২১ শিখই সেদিন যুদ্ধক্ষেত্রে নাকানিচোবানি খাইয়ে ছেড়েছিল পাঠানদের। বিশাল এ বাহিনীর কাছে অবশেষে তারা হেরে গেলেও তাদের বীরত্ব এবং শৌর্যের কথা আজও লোকের মুখে মুখে ফেরে। সেই সারগঢ়ির যুদ্ধের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘কেশরী’র চিত্রনাট্য। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। দেশাত্মবোধক এ ছবিতে ফের অক্ষয়ের পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষায় আছে দর্শক। আগামী ২১ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।
Development by: visionbd24.com