অগ্নিকাণ্ডের পর থেকে ওয়াহেদ ম্যানশনের ২ মালিক ‘পলাতক’

রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:০২ অপরাহ্ণ | 332 বার

অগ্নিকাণ্ডের পর থেকে ওয়াহেদ ম্যানশনের ২ মালিক ‘পলাতক’

চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনার পর গেল বৃহস্পতিবারই ওই ভবনের দুই মালিকসহ অজ্ঞাতনামা ১০-১২ ব্যক্তির নামে দায়ের করা হলেও এখনও মালিকদের অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোরাদুল ইসলাম বলেন, একাধিক সূত্র জানিয়েছে, আসামিরা ওই ভবনে নিয়মিত থাকতেন না। এছাড়া ওপর থেকে যেহেতু কোনো মরদেহ উদ্ধার করা হয়নি তাই ধারণা করা হচ্ছে ওপরে যারা থাকতেন তারা বেঁচে আছেন। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে মারা যান মো. জুম্মন নামের এক ব্যক্তি। ওই ঘটনার পর তার ছেলে মো. আসিফ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে চকবাজার থানায় বৃহস্পতিবার রাতে চকবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বেপরোয়া বা তাচ্ছিল্যপূর্ণ কাজ করে মৃত্যু ঘটানো, ঘরবাড়ি ধ্বংসের জন্য আগুন বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার, উপাসনালয়, মানুষের বসতি বা সম্পত্তি রাখা হয়, এমন দালান ধ্বংস ও লোকসানের অভিযোগ এনেছেন আসিফ। তিনি অভিযোগ করেন, হাজী ওয়াহেদ ম্যানশনের চারতলা ভবনের বিভিন্ন তলায় ভবনমালিক দাহ্য পদার্থের গুদাম ভাড়া দিয়েছিলেন। আর্থিকভাবে লাভবান হতে তারা আবাসিক এলাকার ভবনে কোনো পরিবারকে ফ্ল্যাট ভাড়া দেন না।

Development by: visionbd24.com