রাজশাহীর তানোরে এক গ্রামে অজানা রোগে গত দুই দিনে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের বহরইল ভাণ্ডাইল গ্রামে। জানা গেছে, বহরইল ভাণ্ডাইল গ্রামে গত রবিবার মারা গেছে জনাব আলী (৪৫), নুরি বিবি (৬৫) ও রুবেলের চার দিনের শিশুসন্তান।
গতকাল সোমবার সকালে মারা গেছেন সমশের আলী (৭০) নামের আরেক ব্যক্তি। অসুস্থ হয়ে রয়েছে কাউসার আলীসহ আরো অনেকে।
বহরইল গ্রামের ইউপি সদস্য আব্দুর লতিফ বলেন, ‘রবিবার সকালে গ্রামে শিশুসহ তিনজন মারা গেছে। সোমবার সকালে সমশের নামের এক ব্যক্তির শরীর গরম হয়ে জ্বর আসে এবং কাঁপতে শুরু করে। তাঁকে মুণ্ডুমালা বাজারে ডাক্তারের কাছে নেওয়ার পথে তিনিও মারা যান। সমশের মারা যাওয়ার পর থেকে গ্রামে আতঙ্ক বিরাজ করছে।’
Development by: visionbd24.com