অতীতে এমন ভুলে কারও মনোনয়ন বাতিল হয়নি: রনি

সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮ | ৪:৩৩ অপরাহ্ণ | 509 বার

অতীতে এমন ভুলে কারও মনোনয়ন বাতিল হয়নি: রনি

নির্বাচন কমিশনের ন্যায় বিচারের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে (ইসি) ন্যায় বিচার পাব বলে আশা করছি। আমার মনোনয়নপত্রে সামান্য ভুল ছিল। অতীতে এই ভুলের জন্য কারো মনোনয়নপত্র বাতিল করা হয়নি। আশা করছি আমারটাও বাতিল হবে না।’

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি আরও বলেন, অতীতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় এ রকম ভুল ধরা পরলে বলা হত এখানে স্বাক্ষর করে দেয়ার জন্য। এখন সেই স্বাক্ষরের সুযোগ না দিয়ে আমাকে সরাসরি বলা হলো আপনার মনোনয়নপত্র বাতিল। আমি সেটি মেনে নিয়েছি, এখানে বিধি মোতাবেক সার্টিফাইট কপি নিয়ে এসেছি।’
এর আগে, রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন গোলাম মওলা রনির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

Development by: visionbd24.com