দুশ্চিন্তায় শাহরুখ খানের ফিল্ম জিরোর নির্মাতারা। মুক্তির দিনেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল ছবি। বিভিন্ন ওয়েবসাইটে ঘুরছে জিরোর লিংক। গত শুক্রবারই মুক্তি পেয়েছে শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের জিরো। বিভিন্ন সংবাদমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া মিললেও প্রথম দিনের বক্স অফিস কালেকশন বেশ ভালোই। বামন চরিত্রে কিং খানের অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা।
ট্রেডগুরুদের দাবি, প্রথম সপ্তাহে খুব সহজেই ১০০ কোটির ব্যবসা করবে এই ফিল্ম। ছবির প্রচারে কোনো কসুর বাকি রাখেননি কিং খান অ্যান্ড কোম্পানি। ছবিটি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর বিভিন্ন ওয়েবসাইটে তার লিংক পাওয়া যাচ্ছে। তবে সেই লিংক থেকে গোটা ছবি দেখা সম্ভবপর হচ্ছে না। বিভিন্ন ভুয়ো টুইটার অ্যাকাউন্টে সেই লিংক শেয়ার করা হয়েছে। তবে সেখানে রয়েছে ছবির টুকরো টুকরো অংশ।
Development by: visionbd24.com