ঐক্যফ্রন্টের নেতাদের চা-চক্রের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ০২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় ও এই আমন্ত্রণ জানানো হয়। শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি গণফোরাম অফিসে পাঠানো হয়েছে।
তবে, প্রধানমন্ত্রীর চা’য়ের দাওয়াতে গেলে নেতাকর্মীদের অবমাননা করা হবে মনে করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ। এসময় তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর যে অত্যাচার, নির্যাতন এরপরে যদি চা খেতে যায়, তবে আমি মনে করি এটা বিএনপির নেতাকর্মীদের ওপর চরম অবমাননা।’
তিনি আরো বলেন, ‘বিএনপিকে আগামী দিনগুলির জন্য এখনই পরিকল্পনা করে আগাতে হবে। আর এ ধরনের চায়ের দাওয়াত, কারো কারো আবার জুসের প্রতি লোভ আছে, এ চা- জুস খাওয়া বাদ দিয়ে নিজের কর্মীদের দিকে তাকিয়ে পরবর্তী কর্মসূচিতে এগিয়ে যেতে হবে।’
Development by: visionbd24.com