নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকসংক্রান্ত বক্তব্য প্রত্যাহার না করলে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এই হুমকি দেন। পাকিস্তান হাইকমিশনে মির্জা ফখরুল এবং আইএসআইয়ের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে বলে সম্প্রতি দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।
এই অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, ‘এই বক্তব্য শুধু বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য। আওয়ামী লীগের এই প্রবণতা আছে যে বিএনপিকে এমন সংস্থা বা দেশের সঙ্গে যুক্ত করে বিপদে ফেলতে চায়। আমরা সব সময় জনগণের মতামত নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছি। কোনো সংস্থা বা দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নেই।’
Development by: visionbd24.com