অপু-বাপ্পির রোমান্স!

রবিবার, ১৩ জানুয়ারি ২০১৯ | ৩:২০ অপরাহ্ণ | 1614 বার

অপু-বাপ্পির রোমান্স!

নরসিংদীর মাধবদীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে রোমান্টিক সময় পার করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস। তবে ঘুরতে নয়, শুটিংয়ের কাজে সেখানে যান তারা। গত শুক্র ও শনিবার হেরিটেজ রিসোর্টের মনোরম পরিবেশে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির একটি গানের দৃশ্যধারণ করা হয়।

আর এতে অংশ নেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস। ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘গত দুইদিন হেরিটেজ রিসোর্টে আমরা একটি গানের শুটিং করেছি। কাজটি দারুণ হয়েছে। অন্য একটি গানের লোকেশন খোঁজা হচ্ছে। এটি শেষ হলে, ছবির কাজও শেষ হয়ে যাবে। এরপরই আমরা ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব।’

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে বাপ্পি-অপু’র পাশাপাশি আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠু প্রমুখ। এটি রিয়াজ-শাবনূর জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিক্যুয়েল।

Development by: visionbd24.com