দীর্ঘদিনের পরিচিত হারুনুর রশীদ অপুকেই বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী শবনম ফারিয়া। আগামী ২৬ জানুয়ারি ফারিয়ার মেহেদি অনুষ্ঠান, ৩১ জানুয়ারি গায়ে হলুদ ও ১ ফেব্রুয়ারি হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা। জানা যায়, পেশাগত জীবনে অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তারা দুজনই রাজধানীর শান্তিনগরের বাসিন্দা।
এই বিষয়ে ফারিয়া বলেন, ‘দুই বছর আগেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। ওই সময় অপুর বাবা মারা যাওয়ায় তা হয়নি। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে দুজনের বন্ধুত্ব হয়। ফেসবুকে আমাদের দুজনেরই অনেক কমন বন্ধু ছিল। অপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি গ্রহণ করি। এরপর ফেসবুকে কথা বলতে বলতে আমাদের দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। ত
তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। একটা পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমাদের আংটিবদল হয়। ফারিয়া ও অপুর প্রেম নিয়ে মিডিয়ায় বেশ আলোচনা হতো। কিন্তু তারা বিয়ে ও সংসার নিয়ে কখনও মুখ খোলেননি। অবশেষে এলো সেই ঘোষণা।
Development by: visionbd24.com