বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (০৮ মার্চ) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যারা ইসলামকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করে তাদের ব্যাপারে আলেমদের সতর্ক থাকরও আহ্বান জানান তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা কদিন পরে পরে বলেই বেগম জিয়ার চিকিৎসা দেয়ার দরকার। কিন্তু তাদের বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিলে হবে না। আমাদের দলের সাধারণ সম্পাদক অসুস্থ হয়েছেন তাকেই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক ও ভারতের দেবী শেঠীও বলেছেন ওবায়দুল কাদেরকে বিশ্বমানের চিকিৎসা হয়েছে। আর বিএনপি বলছে এখানকার চিকিৎসা ভালো না। তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি করছে। একজন সুস্থ মানুষকেও অসুস্থ বানিয়ে ফেলছেন।
Development by: visionbd24.com