অস্বস্তিতে চক্রবর্তী পরিবার, মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৫:৪৩ অপরাহ্ণ | 247 বার

অস্বস্তিতে চক্রবর্তী পরিবার, মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় (মিমো) চক্রবর্তী এবং স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করলেন এক তরুণী মডেল। শনিবার বিকাল পর্যন্ত এ বিষয়ে মিঠুন বা তার পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বলা হচ্ছে, গত ১৫ অক্টোবর মিমো এবং যোগিতার বিরুদ্ধে মুম্বাইয়ের ওশিয়ারা থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী তার বয়ানে জানান, ২০১৫ সাল থেকে তিনি মিমোর সঙ্গে সম্পর্কে ছিলেন। একবার মিমো তার সফ্‌ট ড্রিঙ্কে মাদক মিশিয়ে দিয়েছিলেন এবং তারপর ধর্ষণ করে। অভিযোগকারীকে মহাক্ষয় বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলেও তার দাবি।

অভিযোগকারীর দাবি, প্রথমে তিনি মুম্বাইতে এফআইআর দায়ের করার চেষ্টা করলেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এরপর তিনি দিল্লি গিয়ে সেখানকার আদালতের দ্বারস্থ হন। প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। তারপরেই মুম্বাইয়ের ওশিয়ারা থানায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

এদিকে, সব মিলিয়ে ভালো সময় যাচ্ছে না মিঠুন চক্রবর্তী পরিবারের। তামিলনাড়ুর নীলগিরিতে মিঠুন চক্রবর্তীর রিসোর্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন রাজ্য আদালত। এর মধ্যে তার পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে তরুণী মডেলের অভিযোগে অস্বস্তিতে পুরো পরিবার। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Development by: visionbd24.com