অ্যাঞ্জেলিনা জলির রোহিঙ্গা শিবির পরিদর্শন

সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২:৪১ অপরাহ্ণ | 514 বার

অ্যাঞ্জেলিনা জলির রোহিঙ্গা শিবির পরিদর্শন

কক্সবাজারের টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি। সোমবার দুপুরে চাকমারকুলে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন তিনি।

এর আগে সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে চার দিনের সফরে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারে পৌঁছান অ্যাঞ্জেলিনা জলি। জানা গেছে, আগামীকাল (মঙ্গলবার) সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করবেন ইউএনএইচসিআর এর বিশেষ দূত।

পাশাপাশি ব্র্যাক, রিলিফ ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করবেন অ্যাঞ্জেলিনা জলি। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন দাতা সংস্থা ও এনজিও পরিচালিত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শনও করবেন তিনি।

সফর শেষ করে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন হলিউড বিখ্যাত এ অভিনেত্রী। পরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি।

Development by: visionbd24.com