ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় আগুনে ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি সোহেল রানা।
তিনি জানান, সোমবার (১৫ নভেম্বর) দুপুরে রুহিয়া মধুপুর গ্রামের পরেশ চন্দ্রর রান্নাঘর হতে আগুনের সুত্রপাত। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে যায়। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ধান চাল কাপড়সহ সব পুড়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা।
Development by: visionbd24.com