ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি ও গঠনতন্ত্রের কিছু বিষয় পরিবর্তনে অনড় রয়েছে ছাত্রদলসহ বামসংগঠনগুলো। এসব দলের নেতারা বলেন, প্রার্থিতা বা প্যানেল নিশ্চিত করার আগে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ তাদের দেয়া বিষয়গুলোর একটি যৌক্তিক নিষ্পত্তির প্রয়োজন রয়েছে।
তবে, আচরণবিধি ও গঠনতন্ত্র নিয়ে কোনো আপত্তি নেই উল্লেখ করে নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে শুরুর ইঙ্গিত দিয়েছে ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ। এদিকে, নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজনে কোনো ত্রুটি রাখা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডাকসু নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এখনই ছাত্রলীগের সঙ্গে জোটবাধা হচ্ছে কি না সে বিষয় স্পষ্ট না করলেও ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে ছাত্রলীগের সঙ্গে একমত প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদের নেতারা। তবে ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আশা প্রকাশ করেন মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিই এ নির্বাচনে তাদের সঙ্গে থাকবে।
এদিকে, গতকাল ও আজ বৃহস্পতিবারও ক্যাম্পাসে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
ক্যাম্পসে স্থায়ী সহঅবস্থান নিশ্চিত করতে নির্বাচন পেছানোর দাবি পুনরায় উত্থাপন করেন তারা। আচরণবিধি ও গঠনতন্ত্রের কিছু বিষয় পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয় বাম ছাত্রসংগঠনগুলো। তাদের অভিযোগ বিশেষ একটি ছাত্রসংগঠনকে সুবিধা দেয়ার জন্যই তাদের দাবি মানা হচ্ছে না।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, সহসভাপতি তুহিন কান্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার ও বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা উপস্থিত ছিলেন। তবে, নির্বাচনে নিরপেক্ষ থাকার বিষয়ে নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Development by: visionbd24.com