আজও উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ২০

রবিবার, ১৩ জানুয়ারি ২০১৯ | ১২:৩০ অপরাহ্ণ | 687 বার

আজও উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ২০

আজও বিক্ষোভ দেখাতে রাস্তায় অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকরা। আশুলিয়া ও সাভারে বিক্ষোভ করছেন তারা। ইতিমধ্যে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অর্ধশতাধিক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় সূত্র। এসময় পুলিশের শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনূর রহমান কালের কণ্ঠকে জানান, অর্ধশতাধিক গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা ১০টি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় ২০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

Development by: visionbd24.com