নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, যারা নির্বাচন কমিশনে মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছেন, তাদের ব্যাপারে আমরা সজাগ আছি। যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া। আমরা আইন অনুযায়ী তাদেরকে ন্যায়বিচারের ব্যবস্থা করবো। আমি বিশ্বাস করি আপিলকারীরা ন্যায়বিচার পাবেন। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা আপিল করতে এলে অভিযোগ বুথের সামনে তাদেরকে তিনি একথা বলেন।
আপিল নিষ্পত্তির বিষয়ে ‘ব্যক্তিগত কোনো অভিমত আমার নেই’ জানিয়ে এই কমিশনার বলেন, ‘আমরা অবশ্যই ন্যায় বিচার প্রত্যাশী। তবে আমরা যা কিছুই করব, আইনানুগভাবে আমাদের করতে হবে। কারো প্রতি পক্ষপাতিত্ব আমরা অবশ্যই দেখাব না। প্রতিটি কেসের মেরিট আমরা দেখব এবং আমি মনে করি,নির্বাচন কমিশন সব ব্যাপারেই এখন নিরেপক্ষ ভূমিকা রাখবে।’
উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে, প্রার্থীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহবুব তালুকদার বলেন, ‘এটার ব্যাপারে এককভাবে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য দেওয়ার কথা না। তাদের যে অভিযোগ এখানে করে তো লাভ হবে না। শুনানিতে তারা তাদের অভিযোগগুলো উপস্থাপন করতে পারবেন। তখন আমরা তাদের অভিযোগ সম্পর্কে অভিহিত হবো।’
আপনারা নির্বাচনী পরিবেশ কতটা দেখতে পাচ্ছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই ধরনের প্রশ্নের উত্তর আজকের এইখানে দেওয়ার অবস্থায় নেই আমি। কারণ হলো নির্বাচনী পরিবেশ আছে কি নেই, এটা যদি দুই পক্ষই বলে তো আমরা এখন কী বলব এই ব্যাপারে। এটা পরবর্তী সময়ে আলাপ আলোচনা করে আমরা দেখতে পারি, নির্বাচনী পরিবেশ আছে কি নেই। এই মুহূর্তে আছে কিংবা নেই এর কোনোটা বলার জন্য আমি প্রস্তুত নই।’
Development by: visionbd24.com