আফগানিস্তানে জঙ্গি হামলায় ২৫ সেনা নিহত

শনিবার, ০২ মার্চ ২০১৯ | ৫:১০ অপরাহ্ণ | 329 বার

আফগানিস্তানে জঙ্গি হামলায় ২৫ সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৫ সদস্য নিহত হয়েছেন। জঙ্গিদের হামলায় এসময় আহত হয়েছেন ১৫ জন। শুক্রবার মার্কিন-আফগান যৌথ সেনাক্যাম্প শোরাবে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় অংশ নেওয়া ২০ তালেবান সদস্যও নিহত হন।

হেলমান্দ সরকারের মুখপাত্র ওমর জোয়াক জানান, তালেবান জঙ্গিরা কমপক্ষে সাতটি আত্মঘাতী হামলা চালায়। এতে ২৫ সেনা সদস্য প্রাণ হারান।
আফগানিস্তানের সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড় শোরাব এলাকার এই যৌথ সামরিক ঘাঁটি। কর্মকর্তারা জানান, এই সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য গত ৪৮ ঘণ্টায় তৃতীয়বারের মতো চেষ্টা চালাল তালেবান।

Development by: visionbd24.com