‘আবারও ভুল করছে বিএনপি’

শুক্রবার, ০৮ মার্চ ২০১৯ | ৩:২০ অপরাহ্ণ | 376 বার

‘আবারও ভুল করছে বিএনপি’

বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। শুক্রবার (৮ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় নির্বাচনে অংশ না নিয়ে আবারো ভুল করছে বিএনপি।

তিনি বলেন, নির্বাচন ভণ্ডুল করে গত কয়েক বছরে তারা কোনো অর্জন করতে পারেনি। আবারও তারা সেই ভুল পথে যাচ্ছে, দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপি’কে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারের সমালোচনা করে আর না কা ওয়াস্তে দু’একটি মুখ দেখানোর আন্দোলন করে আপনারা নেত্রীকে মুক্ত করতে পারবেন না। নাসিম বলেন, নির্বাচন বর্জনের পথ পরিহার করুন, জনগণকে গণতন্ত্রে ফিরিয়ে আনার ব্যাপারে বাধা সৃষ্টি করবেন না দয়া করে।

Development by: visionbd24.com