আবারো নিজের কণ্ঠে গাইবেন শাকিব!

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ১২:৫২ অপরাহ্ণ | 1452 বার

আবারো নিজের কণ্ঠে গাইবেন শাকিব!

আবারো নিজের কণ্ঠে গান শোনাবেন বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান। অভিনয়ের সুবাদে এর আগেও গানে কণ্ঠ দিয়েছিলেন ঢালিউডের নাম্বার ওয়ানখ্যাত এই চিত্রনায়ক। পরিচালক মালেক আফসারীর ‘মনের জ্বালা’ চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে গায়ক হিসেবে তার আত্মপ্রকাশ হয়।

শোনা যাচ্ছে, এবার শাকিবের কণ্ঠে থাকবে পুঁথি পাঠের আদলে একটি গান। এটি থাকছে বরেণ্য পরিচালক কাজী হায়াৎ-এর ৫০তম চলচ্চিত্র ‘বীর’-এ। শুধু তাই নয়, এ ছবির প্রযোজক হিসেবেও পাওয়া যাবে দুই বন্ধু শাকিব খান ও মোহাম্মদ ইকবালকে।

জানা গেছে, ‘বীর’ পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও তৈরি করেছেন কাজী হায়াৎ নিজেই। আগামী সপ্তাহে মগবাজারের একটি স্টুডিওতে এই পুঁথি পাঠের রেকর্ড হবে। এটি ২০১৯ সালে শাকিব খানের প্রথম চলচ্চিত্রের কাজ হবে। সমসাময়িক মাদক সন্ত্রাস আর বাস্তবধর্মী কিছু প্রেক্ষাপট নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে বলে জানা গেছে।

এনপিবি/এস

Development by: visionbd24.com