ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ভক্ত অন্ধ ভক্ত আফগানি বালক মুরতাজা আহমাদী। সে প্লাস্টিক ব্যাগ দিয়ে মেসির জার্সি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছিল। লিটল মেসি খ্যাত মুরতাজা ২০১৬ সালে দোহাতে লিওনেল মেসির সাথে সাক্ষাতের সুযোগও পান।কিন্তু আবারো তাকে প্রাণ বাঁচতে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে নিজ শহর ছেড়ে পালাতে হয়েছে।
সাত বছর বয়সী মুরতাজার পরিবারের সদস্যরা বলছেন তালেবানের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে তাদের। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে বসবাস করছিলো মুরতাজার পরিবার।কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে তারা এখন পালিয়ে আশ্রয় নিয়েছে কাবুলে। এর আগে ২০১৬ সালেও তারা পাকিস্তানে স্বল্পমেয়াদে শরণার্থী সুবিধা পেতে আবেদন করেছিলো। খবর বিবিসি বাংলার।
Development by: visionbd24.com