আমরণ অনশনে লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | ৭:৫৭ অপরাহ্ণ | 551 বার

জন্মদিনেও অনশনে থাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার ছিল (১৮ ডিসেম্বর) তার ৮২তম জন্মদিন। চিকিৎসকরা তাকে ওষুধ সেবন ও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।

এছাড়া জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসে স্ত্রী লায়লা সিদ্দিকীও তাকে ওষুধ সেবনের অনুরোধ জানান। তবে লতিফ সিদ্দিকী জানিয়েছেন- ‘তার মৃত্যু হলেও দাবি পূরণ না হলে অনশন ভাঙবেন না’।

প্রবীণ এ রাজনৈতিক ব্যক্তি ১৬ ডিসেম্বর (রবিবার) দুপুর থেকে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে অনশন কর্মসূচি শুরু করেন। লতিফ সিদ্দিকী হামলাকারীদের গ্রেপ্তার এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

Development by: visionbd24.com