আমার নিরাপত্তা নিয়ে পুলিশ উদ্বিগ্ন : ড. কামাল

বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | ৮:১৪ অপরাহ্ণ | 541 বার

আমার নিরাপত্তা নিয়ে পুলিশ উদ্বিগ্ন : ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে পুলিশ তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে মতিঝিলে নিজেই চেম্বারে সাংবাদিকদের একথা জানিয়েছেন ড. কামাল।

তিনি বলেন, ‘পুলিশ আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রয়োজন অনুযায়ী আমাকে তারা নিরাপত্তা দিতে চায়।’ দুপুর ১২টার পর ড. কামাল হোসেনের সঙ্গে তার চেম্বারে সাক্ষাৎ করেন পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন।

এ সাক্ষাৎ প্রসঙ্গে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘তারা আমার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। যারা এসেছিল তারা বলেছেন, যদি আমার নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে যেন তাদের জানাই। কোনো কিছু প্রয়োজন হলে চেম্বারে ও বাসায় তাঁরা ব্যবস্থা নেবে। দরকার হলে গাড়ির সঙ্গেও নিরাপত্তা দেবে। এ ছাড়া আর কিছু বলেন নাই।’

ড. কামাল জানান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার আসার কথা থাকলেও কাজে আটকা পড়ায় এবং যানজটের কারণে আসতে পারেননি বলে দুঃখপ্রকাশ করেছেন। শেষ পর্যন্ত নির্বাচনে থাকা নিয়ে ড. কামাল বলেন, ‘ধরে রাখতে হবে। ওরা যেন না বলতে পারে যে সরে গেছে। এটা আমাদের অধিকার। আমরা কেন সরে যাব? শেষ পর্যন্ত যদি অসম্ভব করে দেয়, তখন মানুষ দেখবে।’

Development by: visionbd24.com