২৪ ঘণ্টায় করোনায় নতুন দুই জনের মৃত্যুসহ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৯জন।এছাড়া নতুন শনাক্ত হয়েছে ৩৮ জন।
সোমবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে ৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শুন্য দশমিক ৯২শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এখন পর্যন্ত সারা দেশে ২০ লাখ ৩৬ হাজার ২০৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬১জন সুস্থ রোগীসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৯২২ জন।
এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৫৩ শতাংশ, সুস্থ্য হয়েছেন ৯৭ দশমিক ৪৩ শতাংশ আর মৃত্যু ১দশমিক ৪৫ শতাংশ।
উল্লেখ্য ২০২০ সালের মার্চে করোনাভাইরাসে দেশের জনগণ চারটি ঢেউ পাড়ি দিয়ে এখন পঞ্চম ঢেউ চলমান। তবে চতুর্থ ঢেউ থেকেই দেখা যাচ্ছে দেশবাসীর মধ্যে এই ভাইরাস আগের মতো আর আতঙ্ক তৈরি করছে না। আর পঞ্চম ঢেউয়ে মৃত্যু তুলনামূলক কম।
Development by: visionbd24.com