আ’লীগ প্রার্থীদের সাধু-সন্যাসী মনে করে ইসি : রিজভী

সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮ | ১:১৭ অপরাহ্ণ | 526 বার

আ’লীগ প্রার্থীদের সাধু-সন্যাসী মনে করে ইসি : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টার্গেট করে খালেদা জিয়াসহ ৫০ জনের মতো জনপ্রিয় নেতা ও সাবেক এমপিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অথচ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর একজনেরও মনোনয়নপত্র বাতিল হয়নি। কারণ তাদের সাধু-সন্যাসী মনে করে ইসি। সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, রিটার্নিং অফিসারের দায়িত্বে বগুড়ার ডিসি কর্তৃক মনোনয়নপত্র বাতিলের মাধ্যমে শেখ হাসিনার আরো একটি আক্রোশের শিকার হলেন খালেদা জিয়া। রিটার্নিং অফিসারদের কক্ষ সংলগ্ন ‘ছোট রুম’ এখন ‘টক অব দ্যা কান্ট্রি’। বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হবে কি হবে না সেটি জানার জন্য বারবার রিটার্নিং অফিসার ওই ছোট রুমে ছুটে যান। সরকারের নির্দেশ শোনার জন্যই রিটার্নিং অফিসারকে বারবার ওই রুমে যেতে হয়।

এনপিবি/এস

Development by: visionbd24.com