আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সোমবার, ১১ মার্চ ২০১৯ | ১:২০ অপরাহ্ণ | 393 বার

আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। আশুগঞ্জ রেলস্টশনের মাস্টার নূরুনবী জানান, সকাল সাড়ে ৯টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার সময় পথচারী এক বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Development by: visionbd24.com