‘আ. লীগের আমলে মানুষ উন্নত জীবন-যাপনের স্বপ্ন দেখে’

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ১:২৯ অপরাহ্ণ | 521 বার

‘আ. লীগের আমলে মানুষ উন্নত জীবন-যাপনের স্বপ্ন দেখে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ উন্নত জীবন-যাপনের স্বপ্ন দেখে। দেশের মানুষকে কিভাবে ভালো রাখা, মানুষ কিভাবে উন্নত জীবন যাপন করতে পারে আমরা সেই চেষ্টা করি। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এনআরবি ইঞ্জিনিয়ার্সদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। গবেষণার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে যে দেশের উন্নয়ন সম্ভব তা আমরা করে দেখাতে পেরেছি। এক্ষেত্রে আপনারা (এনআরবি প্রকৌশলী) আরও যে সব চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন তা দূর করে দেশকে এগিয়ে নিতে আপনাদেরই ভূমিকা রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষ উন্নত জীবনের স্বপ্ন দেখে। সেবার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বিমান ও হেলিকপ্টার সেবা উন্মুক্ত করেছে। বিভিন্ন ক্ষেত্র উন্মুক্ত করে সেবার মান বাড়াতে ও অবারিত সুযোগ সৃষ্টিতে কাজ করছে সরকার।’

শেখ হাসিনা বলেন, ‘সরকার প্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুফল প্রতিটি ঘরে পৌঁছাতে কাজ চলছে। এরই অংশ হিসেবে দেশে কম্পিউটারের ব্যবহার বেড়েছে। সাবমেরিন ক্যাবলের সংযোগ গ্রহণ করায় ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। যোগাযোগ আরও সহজ হয়েছে।’

Development by: visionbd24.com