আ.লীগের নেতাকর্মীদের সংযমী হতে বললেন হানিফ

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯ | ৬:৫৬ অপরাহ্ণ | 518 বার

আ.লীগের নেতাকর্মীদের সংযমী হতে বললেন হানিফ

ছোট ছোট ভুলের কারণে দল যাতে বিতর্কিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হানিফ বলেন, ‘আমাদের ছাত্র সমাজ বা মাঠ পর্যায়ের কর্মীরা দু/এক সময় আবেগ তাড়িত হয়ে ছোটখাটো ভুল করে থাকে। যেটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। গণমাধ্যমের প্রচারের জন্য সেটি অনেক সময় আমাদের জন্য বিব্রতের কারণ হয়ে দাঁড়ায়। তাই নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে প্রত্যেককে সংযমী হতে হবে।’

Development by: visionbd24.com