ইজতেমা নিয়ে কোর্টে আসা লজ্জাজনক : হাইকোর্ট

মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ | ৫:২১ অপরাহ্ণ | 589 বার

ইজতেমা নিয়ে কোর্টে আসা লজ্জাজনক : হাইকোর্ট

পৃথকভাবে ইজতেমা করার সরকারি সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ আগামী রোববার (২৭ জানুয়ারি)। মঙ্গলবার (২২ জানুয়ারি) এ আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছিলেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

শুনানি শেষে বিশ্ব ইজতেমা নিয়ে কোর্টে আসা লজ্জাজনক বলেও মন্তব্য করেন হাইকোর্ট। এর আগে সোমবার (২১ জানুয়ারি) হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হয়। রিট আবেদনটি দায়ের করেন ঢাকার তেজগাঁও এলাকার বাসিন্দা ইউনূস মোল্লা। রিট আবেদনে গত বছরের ১৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বলা হয়, পাঁচ দফা নির্দেশনা দিয়ে যে পরিপত্র জারি করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ তাবলীগের মেহনত সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু দুঃখের বিষয় পাঁচদিন পরই ওই পরিপত্রের কার্যকারিতা স্থগিত করা হয়। যার ফলে দেশের প্রায় প্রত্যেকটি জনপদে হামলা, ভয়-ভীতি প্রদর্শন নতুন মাত্রা লাভ করে।

Development by: visionbd24.com