গাজায় হামাসের সামরিক আদালত ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং আরো ৮ জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এই আদেশ দেয় আদালত।মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্য ৫ ফিলিস্তিনিকে ফাঁসিতে ঝুলিয়ে এবং এক ইসরাইলের নারী গুপ্তচরকে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়া হয়েছে।
এছাড়াও একই অভিযোগে আরও ৮ জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছে গাজার ওই সামরিক আদালত। খবর দ্যা টাইমস আব ইসরাইল। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে একজন ব্যাক্তির পরিচয় জানা গিয়েছে। তার নাম আলি। তিনি ৪৮ বছর বয়স্ক। আলি ২০০০ সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সংযুক্ত ছিলেন। তবে এক জনের পরিচয় জানা গেলেও আর কোনো মৃত্যুদণ্ড প্রাপ্তদের পরিচয় জানা যায়নি।
তবে এই ব্যাপারে ফিলিস্তিনি কোন মন্তব্য করেনি। উল্লেখ্য, ১১ নভেম্বর ইসরায়েলি বাহিনীর একটি দল গাজা উপত্যকায় অনুপ্রবেশ করে হামলা চালায়। এতে হামাসের ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার শেখ নূর বারাকাসহ সাত ফিলিস্তিনি নিহত হয়। এ ঘটনায় সাজাপ্রাপ্ত ওই ফিলিস্তিনিরা জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
Development by: visionbd24.com