রাজধানীর পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগে এলাকায় একটি পলিথিন ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এম ও এরশাদ বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটে আগুনের ঘটনা ঘটে।
দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে। জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রথম ধাপে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আরও ২টি ইউনিট পাঠানো হয়।
Development by: visionbd24.com