আব্দুল হাসিব বিন ইদ্রিস ইসলামী সংগীতাঙ্গনের পরিচিত মুখ। জাতীয় সাংস্কৃতিক সংগঠন হ্যাভেন টিউনের একজন প্রতিভাবান শিল্পী। প্রতিনিয়ত নিজেকে মেলে ধরছেন নানাভাবে। মৌলিকভাবে তিনি শিল্পী হলেও গান লিখেন এবং সুরও করেন।
আব্দুল হাসিব বিন ইদ্রিস নামেই অধিক পরিচিত তিনি। ২০২০ সালে হ্যাভেন টিউন পল্টন শাখায় প্রথমে সদস্য তারপর কেন্দ্রীয় কমিটির শাখা সমন্বয়কের দায়িত্ব পালনের মধ্য দিয়ে দীর্ঘ পথপরিক্রমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই শিল্পী।
বর্তমানে তিনি হ্যাভেন টিউনের কিশোর বিভাগের দায়িত্ব পালন করছে। পড়াশুনা করেছেন কওমি ও আলিয়া দুই ধারাতেই। আব্দুল হাসিব বিন ইদ্রিস এর সংগীতের হাতেখড়ি হয় ইসলামী সংগীতের হ্যাভেন টিউন প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা গাজী আনাস রওশানের কাছে।
তিনি প্রায় ২০টিরও বেশি গান গেয়েছেন। হ্যাভেন টিউন প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন টিউন এ ‘বারে বারে পথ ভুলি’ শিরোনামে প্রথম একক গান রিলিজ হয় তার। এরপর একে একে গেয়েছেন ‘কুরবানি’ ‘সাদা কাফন’ ‘ঈদ মোবারক’ ‘শবেবরাত’ ‘বরকতে রমজান’ ‘বিজয়’ সহ বহু গান।
শিল্পী বাইরে তার বড় পরিচয় তিনি একজন সাংস্কৃতিক কর্মী। নিজেকে একজন সংস্কৃতি কর্মী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
আব্দুল হাসিব বিন ইদ্রিস বলেন, ‘সংগীতাঙ্গনে আমার পথচলা দীর্ঘদিনের হলেও সময়ের তুলনায় আমি গান গেয়েছি খুব কম। যে করেই হোক নিজেকে গান গাইতে হবে, শিল্পী হতে হতে হবে এমন চিন্তা ভাবনা কখনো লালন করিনি। আমি প্রথমে নিজেকে একজন কর্মী হিসেবে তৈরি করতে চেয়েছি। বড় কথা হলো শিল্পী হওয়ার আগে আমি গান শিখতে চেষ্টা করেছি; যার কারণে আমার প্রথম একক গান রিলিজ হয় ২০২১ সালে।’
তিনি বলেন, ‘আমি শেখার চেষ্টা করি প্রতিনিয়ত। রাতারাতি তারকা বনে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি চাই মানুষের নিখাদ ভালোবাসা কুড়াতে। ভালো কাজ এবং মেধা-যোগ্যতা ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে।’
Development by: visionbd24.com