উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে বিএনপি আত্মহননের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে ধানমাণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যেমন আত্মহননের মতো কাজ করেছিল। এবারও তারা একই ভুলের পুনরাবৃত্তি করল উপজেলা নির্বাচন বয়কট করে। তিনি বলেন, বিএনপি দলগতভাবে না গেলেও তাদের অনেকেই নির্বাচনে অংশ নেবে।
Development by: visionbd24.com