উপজেলা ভোট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দিব না: ইসি রফিকুল

বুধবার, ০৬ মার্চ ২০১৯ | ৫:২৬ অপরাহ্ণ | 446 বার

উপজেলা ভোট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দিব না: ইসি রফিকুল

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ভোটারদের বলতে চাই, একেবারে সত্যিকার অর্থে যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দেবে, এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশনসহ আইন-শৃঙঙ্খা বাহিনী।

বুধবার রাজশাহীতে উপজেলা নির্বাচন নিয়ে আইন-শৃঙঙ্খা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এ ভোট নিয়ে কোন প্রশ্ন তোলার সুযোগ না দেওয়ার চেষ্টা করবো।

এরপরও যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, তবে যে আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার সব ধরনের ব্যবস্থা নেব। কোন ছাড় নয়। ’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ইসি রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা ভোট নিয়ে আস্থার জায়গা বাড়বে না কমবে, সেটি নির্বাচন কমিশন আগাম বলতে পারে না।

আর আস্থার জায়গা কমেছে সেটিও আমি কোনভাবে স্বীকার করবো না। কারণ আমরা সব ধরনের কার্যক্রম নিয়েছি। যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়। ’
রফিকুল ইসলাম বলেন, ‘সংসদ সদস্যদের উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেওয়ার কোন সুযোগ নেই। তারা যেন নির্বাচনী প্রচারণায় অংশ না নেন সে জন্য স্পিকারকে চিঠি দিয়েছি। ইতোমধ্যেই রাজশাহী ও নাটোরের দুইজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে এলাকার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও অগ্রহণযোগ্য কোন কিছু ঘটলে নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নেবে। ’

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান। সভায় জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহাবুবুর রহমান, জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামসহ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Development by: visionbd24.com