এএসপি মিজানকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলা হয়

সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ১০:৫৮ পূর্বাহ্ণ | 235 বার

এএসপি মিজানকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলা হয়

সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদারকে (৫০) হত্যা করে লাশ জঙ্গলে ফেলে দেয়া হয়। ওই ঘটনার মামলায় দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সিরাজুল ইসলাম খান গত সপ্তাহে ঢাকার আদালতে অভিযোগপত্রটি দিয়েছেন। অভিযোগপত্রে যে দুই জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে তারা হলেন, শাহ আলম বুড্ডা (৬২) ও ফারুক হাওলাদার (৪০)।

মামলার অন্য আসামী জাকির হোসেন (৩৫) ও আয়নাল হক (৪১) পুলিশের সঙ্গে গোলাগুলির সময় ছিনতাইকারীদের হাতে গুলিবিদ্ধ হয়। পরে এ দুই জন হাসপাতালে মারা যায়।

২০১৭ সালের ২১ জুন রূপনগর থানার বিরুলিয়ার ঢাকা বোর্ড ক্লাবের পূর্ব পাশে জঙ্গল থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিজানুরের ভাই মাসুম তালুকদার বাদী হয়ে রূপনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে খুনের মামলা করেন।

Development by: visionbd24.com