আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনও অবস্থাতেই একতরফা অবস্থা তৈরি করে নির্বাচন করতে চাই না। মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা (আওয়ামী লীগ) ফাঁকা মাঠে গোল দেবো, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এটা কোনোভাবেই চান না।
আজ মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই আমরা। গতবার বিএনপি অংশ না নিয়ে যে অবস্থা তৈরি হয়েছিল সেটা হবে না এবার। নির্বাচনের পরিবেশ কোনও অবস্থাতেই ক্ষুণ্ণ হোক এটা আমরা চাই না।
মনোনয়ন বাতিলের ঘটনা নিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মনোনয়ন বাতিলের যে ঘটনা ঘটেছে, এটা নির্বাচনী আইন লঙ্ঘনের কারণেই হয়েছে। এটা নির্বাচন কমিশনের (ইসি) ব্যাপার। এখানে আওয়ামী লীগের কিছুই করার নেই।
এনপিবি/এস
Development by: visionbd24.com