‘একেবারে নিখুঁত’ নির্বাচন বিশ্বের কোথাও হয় না : কাদের

রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ | ৫:৩৯ অপরাহ্ণ | 693 বার

‘একেবারে নিখুঁত’ নির্বাচন বিশ্বের কোথাও হয় না : কাদের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছিলেন, ‘বাংলাদেশের সদ্যসমাপ্ত নির্বাচন ‘নিখুঁত হয়নি’। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘একেবারে নিখুঁত’ নির্বাচন বিশ্বের কোথাও হয় না।’ জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে রবিবার সেতু ভবনে সাংবাদিকদের একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

গুতেরেস গত শুক্রবার জাতিসংঘ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশে নির্বাচন ‘পারফেক্ট’ হয়নি। ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ বলছে নির্বাচনটা পারফেক্ট ছিল না, নিখুঁত ছিল না। আমি বলছি, নিখুঁতভাবে কোন দেশে নির্বাচন হয়েছে? কে বলতে পারবে আমার নির্বাচনটা একেবারে নিখুত।’

Development by: visionbd24.com