এক সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল

মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯ | ২:২০ অপরাহ্ণ | 562 বার

এক সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এ লক্ষ্যে প্রত্যেক হলে দুইজন করে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন নি‌য়ে চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা শে‌ষে এ তথ্য জানান সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, ডাকসু নির্বাচন পরিচালনায় নিযুক্ত পাঁচ রিটার্নিং কর্মকর্তা,আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এসময় নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান উপাচার্য। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, সভাটি ছিলো প্রস্তুতিমূলক। ডাকসু নির্বাচনে কার দায়িত্ব কিরূপ হবে তা আলোচনা করতেই এই সভাটি ডাকা হয়েছিল।

Development by: visionbd24.com