এক সপ্তাহের মধ্যে সিরিয়া-ইরাক আইএসমুক্ত ঘোষণা

বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:১৫ পূর্বাহ্ণ | 561 বার

এক সপ্তাহের মধ্যে সিরিয়া-ইরাক আইএসমুক্ত ঘোষণা

আগামী এক সপ্তাহের মধ্যে সিরিয়া ও ইরাককে পুরোপুরি আইএসমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জঙ্গি দমনে অনেকটাই সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার ওয়াশিংটন ডিসিতে আইএস দমন নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় ট্রাম্প একথা জানান। গত বছরের ডিসেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, সিরিয়ায় দুই হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে, তিনি ধীরে ধীরে এ সেনা সংখ্যা কমিয়ে আনতে চান। পরে অবশ্য এ নিয়ে কোনো উদ্যোগ নেয়নি যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের দাবি, সিরিয়া ও ইরাকের জঙ্গি অধ্যুষিত এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। যদিও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্য, সিরিয়া এখনও আইএসমুক্ত নয়। তাই জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত আঙ্কারা।

Development by: visionbd24.com