এফডিসিতে গানের বুলবুলকে অশ্রুসিক্ত বিদায়

বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯ | ৪:২৫ অপরাহ্ণ | 221 বার

এফডিসিতে গানের বুলবুলকে অশ্রুসিক্ত বিদায়

অসংখ্য কালজয়ী বাংলা গানের স্রষ্টা ও সুরের বুলবুলকে বিদায় জানাল শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

বুধবার দুপুরে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের লাশ এফডিসিতে নিয়ে যাওয়া হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।তাকে শেষ দেখায় কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি।সহকর্মীদের কান্নায় সিক্ত হয় বুলবুলের কফিন।

জীবদ্দশায় চলচ্চিত্রের বহু গানে সুর দিয়েছেন বুলবুল। তার কালজয়ী গানগুলো গেছেছেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কনক চাপা, কুমার বিশ্বজিত।তারা গানের এ বুলবুলের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান।

দুপুর ২টায় আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নিয়ে আসা হয় এফডিসিতে। এখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। এফডিসির মসজিদের ইমাম জানাজা পড়ান।

Development by: visionbd24.com