এবার অভিনয়ে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি

শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ | ১১:৫৮ পূর্বাহ্ণ | 523 বার

এবার অভিনয়ে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি

করন জোহরের হাত ধরেই বলিউডে পা রেখেছেন অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবি কাপুর। চলতি বছরে মুক্তি পাওয়া ‘ধাড়াক’ চলচ্চিত্রে তার সহশিল্পী ছিলেন শহিদ কাপুরের ভাই ঈশান কাট্টার। এবার এই প্রযোজক-পরিচালকের হাত ধরে পর্দায় আসছেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও।

সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার নতুন শো ‘নো ফিল্টার নেহা’তে এমনটাই বলেছেন করন জোহর। এ আয়োজনে করনের কাছে জানতে চাওয়া হয় কোন তারকার সন্তানকে নিয়ে তিনি এবারের কাজ করবেন। এর উত্তরে করন প্রথমে জাভেদ জাফরির ছেলে মিজানের নাম বলেন। এরপর খুশির প্রসঙ্গ টানেন।

তিনি বলেন, ‘মিজান অসাধারণ ছেলে। সে খুব ভালো ড্যান্সার। তার মধ্যে বড় তারকা হওয়ার প্রকট লক্ষণ আছে। আর খুশি গর্জিয়াস ও লাভলি। তারা দু’জনই ২০১৯ সালে পর্দায় আসবে।’

Development by: visionbd24.com