এবার ক্রাইম রিপোর্টার হয়ে আসছেন পরী

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ৯:৪০ পূর্বাহ্ণ | 572 বার

ইদানিং বলিউড ও হলিউড তারকাদের মতো বাংলাদেশের তারকারাও ওয়েব সিরিজমুখী হচ্ছেন। হালের ক্রেজ পরীমণিও এবার সে তালিকায় যুক্ত হলেন। স্বপ্নজাল ছবির পর নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নির্দেশনায় আবারো কাজ করলেন পরীমণি। সিরিজটির সিংহভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ‘স্বপ্নজাল’ ছবিটি দিয়ে বেশ আলোচনায় আসেন পরীমণি। এতে শুভ্রা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন সেলিম। এবার এই নির্মাতার ওয়েব সিরিজ ‘প্রীতি’তে ক্রাইম রিপোর্টার চরিত্রে দেখা যাবে পরীমণিকে।

নির্মাতা সেলিম বলেন, থ্রিলারধর্মী সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরী। বায়োস্কোপ প্রডাকশন থেকে এটি নির্মাণ হচ্ছে। পরীর সঙ্গে ‘স্বপ্নজাল’-এ কাজ করতে গিয়ে মনে হয়েছে, যেকোনো চরিত্রে মানিয়ে নেয়ার ক্ষমতা তার আছে। তাই সিরিজটিতে পরীকে নেয়া। গত ৯ নভেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়ে এখন শেষের পর্যায়ে।

এনপিবি/এস

Development by: visionbd24.com