সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘ভাল্লাগে, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’ শব্দগুলো নিয়ে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানটি লিখেছেন গীতিকবি সুহৃদ সুফিয়ান। এতে সুর দিয়েছেন প্লাবন কোরেশী। ‘আজ তুমি নাই তবু- খুশিতে, ঠ্যালায়, ঘোরতে এসেছি আমি; যন্ত্রণা পাই তবু- খুশিতে, ঠ্যালায়, প্রেমের জলে নামি’ শিরোনামের গানটি আগামী সপ্তাহের প্রথম দিকে মুক্তি পাবে বলে জানা গেছে।
এদিকে, আসিফের নতুন গান ‘মন হয়ে যায় ভালো’ মুক্তি পেয়েছে সম্প্রতি। দর্শক দারুণভাবে গ্রহণ করেছে গানটি। গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা। সুর করেছেন অভি আকাশ। সংগীতায়োজনে মুশফিক লিটু। আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে আসিফ-ডলির নতুন এই গানের ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির।
Development by: visionbd24.com