যোগাযোগের ক্ষেত্রে চীন সবসময়ই অভিনব প্রকল্প করে করে থাকে। কিছুদিন আগেই তারা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতুর উদ্বোধন করেছে চীন। এবার নিজ দেশে প্রথম আন্ডারওয়াটার বুলেট (উচ্চ গতির) ট্রেন তৈরির প্রোজেক্টে অনুমতি দিল চীনা সরকার।
চীনা গণমাধ্যম সূত্র জানায়, সাংহাইয়ের দক্ষিণে পোর্ট সিটি নিংবোর সঙ্গে ঝাউসানকে যুক্ত করবে এই আন্ডারওয়াটার বুলেট ট্রেন। প্রস্তাবিত এই আন্ডারওয়াটার টানেল ৭৭ কিলোমিটার ইয়ং-ঝাউ রেলওয়ে প্ল্যানের একটি অংশ যা পর্যটনকেও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
২০০৫ সালে এই পরিকল্পনার কথা প্রথম জানানো হয়েছিল। চলতি বছরের নভেম্বরে বেইজিং তাতে অনুমতি দিল। ৭৭ কিলোমিটারের এই রাস্তায় প্রায় ৭০.৯২ কিমি ট্র্যাক নতুন তৈরি করা হয়েছে, যার মধ্যে ১৬.২ কিমি আন্ডারসি সেকশন রয়েছে।
মাত্র ৮০ মিনিটেই পর্যটকদের হ্যাংঝাউ থেকে ঝাউসান নিয়ে যাবে এই বুলেট ট্রেনটি। বর্তমানে এই রাস্তা বাসে যেতে সময় লাগে প্রায় ৪.৫ ঘন্টা এবং প্রাইভেট গাড়িতে ২.৫ ঘন্টা। ২০১৯ সালে এই প্রোজেক্ট শুরু হওয়ার কথা আর যা শেষ হতে ২০২৫ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এনপিবি/এস
Development by: visionbd24.com