এবার বিজ্ঞাপনের মডেল মৃদুলা

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯ | ৯:৫০ পূর্বাহ্ণ | 1332 বার

এবার বিজ্ঞাপনের মডেল মৃদুলা

ঢালিউডের নতুন নায়িকা সুচিস্মিতা মৃদুলা। প্রথম ছবিতেই নায়ক হিসেবে তিনি পেয়েছেন শীর্ষ তারকা শাকিব খানকে। ছবির নাম ‘একটু প্রেম দরকার’।

পরিচালনা করেছেন শাহীন সুমন। গতকাল মৃদুলা বলেন, আমি নতুন একটি বিস্কুটের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছি। এটি পরিচালনা করছেন সানবীম আশরাফ। চলচ্চিত্রের পর নতুন বছরে এই বিজ্ঞাপনটির কাজ করছি।

বেশ ভালোই লাগছে কাজটি করে। আমি চলতি বছর বেশকিছু ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই। মৃদুলা বর্তমানে দেশের প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক করছেন।

Development by: visionbd24.com