‘এবার ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে’

শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ | ৩:৫১ অপরাহ্ণ | 553 বার

‘এবার ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে’

ফেনী-মাইজদী সড়কের সংস্কার কাজ পরিদর্শনে ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এবারের নির্বাচনে ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িকতা, অপশক্তি, খুনি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। শুক্রবার সকালে ফেনী-মাইজদীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ঐক্যফন্ট্র নেতা ড. কামাল হোসেনের ভোট বিপ্লবের’ দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ভোট বিপ্লব হবে। যারা সন্ত্রাস, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকতায় রুপান্তর ঘটাতে চায়, যারা সন্ত্রাস দুর্নীতি করে এবং যাদের ইতিহাস খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং দুর্নীতির জন্য যারা ইতোমধ্যে কুখ্যাত তাদের বিরুদ্ধে এবার ভোট বিপ্লব হবে।’

‘এই নির্বাচনে আওয়ামী লীগকে ভারত সমর্থন দিয়ে গণতন্ত্রকে হত্যা করছে’ ঐক্যফন্ট নেতাদের এমন মন্তব্যে ওবায়দুল কাদের এমপি বলেন, ‘ভারত একটা গণতান্ত্রিক দেশ। এর জবাব ভারতীয় সরকার বা দূতাবাস দেবে। এই দেশের নির্বাচনে ভারতে হস্তক্ষেপ আছে কিনা আমার জানা নেই। কারণ আমরাও বা সেটা আশা করবো কেন।

Development by: visionbd24.com