আবারও বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। নতুন বিয়ে করার ঘোষণা দেওয়ার দুদিন পরেই জানা গেল গত বছরেই বিয়ের কাজটা সেরে ফেলেছেন সালমা।
১৭ই জানুয়ারি রাজধানীর এক রেস্টুরেন্ট এ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বিয়ের কথা স্বীকার করেন সালমা।
তিনি জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছেন। বরের নাম সানাউল্লাহ নূর সাগর। তিনি লন্ডনপ্রবাসী। সেখানে ব্যারিস্টারি পড়ছেন। চার মাস পর তিনি দেশে ফিরবেন। সে সময়েই অনুষ্ঠানের আয়োজন করবেন।
উল্লেখ্য ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়ে সাধারণ মেয়ে থেকে হয়ে ওঠেন তারকা। এরপর একের পর এক ব্যবসাসফল গান উপহার দিয়ে নিজেকে তুলে ধরেন সেরাদের তালিকায়। ২০১১ সালে এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন রাজনীতিবিদ শিবলী সাদিককে। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহা জন্ম নেয়। এরপর ২০১৬ সালে সাংসারিক দ্বন্দ্বের কারণে তাদের বিচ্ছেদ হয়।
Development by: visionbd24.com