এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:৫৪ অপরাহ্ণ | 324 বার

এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ সাংসদের পদে থাকার বৈধতা নিয়ে করা রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি শুনানি শেষে আদেশের জন্য আজ (সোমবার) দিন ঠিক করে দেয় হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

পরে রিটের আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, এ আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবেন।

Development by: visionbd24.com