একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ সাংসদের পদে থাকার বৈধতা নিয়ে করা রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি শুনানি শেষে আদেশের জন্য আজ (সোমবার) দিন ঠিক করে দেয় হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
পরে রিটের আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, এ আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবেন।
Development by: visionbd24.com