‘ঐক্যফ্রন্টের আড়ালে খুনি ও অপরাধীদের জোট’

শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮ | ৬:৩৮ অপরাহ্ণ | 600 বার

‘ঐক্যফ্রন্টের আড়ালে খুনি ও অপরাধীদের জোট’

ঐক্যফ্রন্টের আড়ালে খুনি ও অপরাধীদের জোট বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন , ঐক্যফ্রন্টের নামে দুর্নীতিবাজ-খুনি-অপরাধীরা জোট বেঁধেছে।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

‘দুর্নীতিবাজ, খুনি অপরাধীরা ঐক্যফ্রন্টের নামে যে জোট বেঁধেছে তা প্রত্যাখান করি। মনে রাখতে হবে, অপরাধীর নেতৃত্বে গণতন্ত্র হয় না। সুতরাং কঠিন একটি অবস্থায় আমি মনে করি, সামনের নির্বাচনটা রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে দলমত নির্বিশেষ দেশের পক্ষে, মানুষের পক্ষে, উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে থাকতে হবে’, বলে জানান ইনু।

Development by: visionbd24.com