ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না : কাদের

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | ৪:১০ অপরাহ্ণ | 506 বার

ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না, কারণ অসাম্প্রদায়িকতার সঙ্গে সাম্প্রদায়িকতার মেলবন্ধন হতে পারে না।
শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে আগামীকালের বিজয় সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
বিজয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের বার্তা দেবেন বলেও জানান ওবায়দুল কাদের। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়টি প্রধানমন্ত্রীর কণ্ঠে উচ্চারিত হবে বলে জানান ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, ‘শুভেচ্ছা বিনিময়ের কোনো শর্ত নেই, অক্টোবরেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে কাউকে ডেকে আনা হবে না, অংশগ্রহণ করা সবার অধিকার।’
ঐক্যফ্রন্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির সাম্প্রদায়িক যে ঐক্য তার সাথে কি করে ঐক্যফ্রন্টের অন্য শরিকরা নিজেদের মেলাবেন।’

Development by: visionbd24.com