ঢাকার পূর্বাণী হোটেলের একটি সম্মেলন কক্ষে ইশতেহার ঘোষণা করছেন ঐক্যফ্রন্টের নেতারা। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ১৪টি প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।ঐক্যফ্রন্টের পক্ষে ইশতেহার ঘোষণা শুরু করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।
এছাড়াও তাঁর সথে রয়েছেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ড, জাফরুল্লাহ চৌধুরী, কাদের সিদ্দিকী, রেজা কিবরিয়া প্রমুখ। আজ (সোমবার) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার- ২০১৮ প্রকাশ করা হয়।
জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, জাতীয় ঐক্যফ্রন্টের লক্ষ্য একদলীয় শাসনের যেন পুনর্জন্ম না ঘটে তা নিশ্চিত করা। নাগরিকদের জীবনের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম পুরোপুরি বন্ধ করা। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না।
Development by: visionbd24.com